জৈন্তাপুরে ভারতীয় চা পাতাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

জৈন্তাপুরে ভারতীয় চা পাতাসহ গ্রেপ্তার ১

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তবর্তী এলাকা থেকে ১১২২ কেজি ভারতীয় চা পাতাসহ এক জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual8 Ad Code

শনিবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা এসব চা পাতার মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা।

Manual8 Ad Code

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. লুৎফুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার ফখরুল ইসলাম (২৪) উপজেলার বাগেরখাল দলইপাড়ার মাহমুদ আলীর ছেলে।

Manual6 Ad Code

মো. লুৎফুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে ডিবি। এরই ধারাবাহিকতায় চলমান বিশেষ অভিযানে ভারতীয় চা পাতাসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফখরুলের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..