গোয়াইনঘাটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদে অভিযান

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

গোয়াইনঘাটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদে অভিযান

Manual4 Ad Code

গোয়াইনঘাটে প্রতিনিধি :: সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় ২০১৮-২০১৯ সালের সিলেট বন বিভাগের সারী রেঞ্জের লক্ষীনগর বিটের নিয়াগুল হাওরে সংরক্ষিত বন ভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

জানা যায়, সৃজিত ৭৫.০ হেঃ মূর্তা বাগানের বেশ কিছু জায়গা জবরদখলকারীরা মূর্তা চারা কেটে উপড়ে ফেলে তিসি ও ধান চাষ করে বন বিভাগের জায়গা দখল করে নেয়। সারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের নেতৃত্বে বিট কর্মকর্তা লক্ষীনগর ও বিট কর্মকর্তা রাতারগুলসহ সকল বিটের স্টাফদের নিয়ে হালের মেশিন দ্বারা চাষ দিয়ে, চাষ করা তিসি ও ধান নষ্ট করে বনবিভাগের জায়গা দখলে আনা হয় এবং নিচু এলাকায় পুনরায় মূর্তা চারা রোপন করা হয়।

সারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন জানান, অবৈধ দখলদার হেলাল গংদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা জেলে আছে। তিনি অভিযান পরিচালনায় অংশগ্রহণকারী সকল সহযোগীগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বনভ‚মি উদ্ধারে বন বিভাগের কোন ছাড় নেই, অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..