সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের পল্লী থেকে ৪ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পরকীয়া প্রেমিক সুমনের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী পিয়ারা বেগম। স্বামী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং ১২৪, তাং-৪-৩-২১ইং।
গত ২রা মার্চ রাতে উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বুধিগাঁও হাওর গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় ও সাধারণ ডায়রি সুত্রে জানাগেছে উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বুধিগাঁও হাওর গ্রামের আব্দুর রহমানের পুত্র মালেশিয়া প্রবাসী আব্দুল হালিম ৬ বছর পুর্বে জৈন্তাপুর উপজেলার ঘিলারতৈল গ্রামের আবুল হোসেনের কন্যা পিয়ারা বেগমকে মুসলিম রীতি অনুযায়ী বিবাহ করেন। সাংসারিক জীবনে তাদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পিয়ারা বেগম পার্শ্ববর্তী পুর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া হাওর গ্রামের ছবি রহমানের পুত্র সুমন মিয়ার সাথে প্রায়ই মোবাইল ফোনে আলাপ করত। এবিষয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।
গত ২রা মার্চ দিবাগত রাত সাড়ে ১১টার পরে রাত ২টার মধ্যে যেকোন সময় পিয়ারা বেগম তার ৪বছর বয়সী কন্যা সন্তান হামিদা বেগমকে নিয়ে পালিয়ে যায়। রাত ২ টার দিকে স্বামী হালিমের ঘুম ভাংলে বিছানায় স্ত্রী ও মেয়েকে না পেয়ে খোঁজা খোঁজি করেন। বিষয়টি সাথে সাথে সকল স্বজনদের অবহিত করেন এবং সম্ভাব্য সকল স্থান ও স্বজনদের বাড়িতে খোঁজে তাদেরকে পাননি।
এদিকে ঘটনার পর থেকে সন্দেহ ভাজন সুমন মিয়াও নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান পেলে ০১৭৩৩৭০৯৮৬৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেন পরিবারের পক্ষ থেকে। এরির্পোট লেখা পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি বলে স্বামী আব্দুল হালিম জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd