বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপান, ওসমানী হাসপাতালে কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপান, ওসমানী হাসপাতালে কিশোরীর মৃত্যু

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে বড়লেখার শাহবাজপুরে বাবা ও সৎ মার ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন মাছুমা বেগম। পরে পরিবারের সদস্যরা বিয়ষটি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual1 Ad Code

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে মাছুমা বেগম মৃত্যু কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, কিশোরীর বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..