দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার ১৫

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার ১৫

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকায় অভিযান দিয়ে জুয়া খেলার সামগ্রী সহ ১৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনর্চাজ মো: মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই মোঃ মোখলেছুর রহমান, এএসআই মো: শামীম, এএসআই আপন মিয়া, কং আবুল কালাম, নাহিদ, জিয়া, শফিক মিয়া সহ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ আমিন মিয়ার কলোনীর সামনে নেক্সার মিয়া (২৯) এর দোকান ঘরে জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পাকিস্তান সুপার লীগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে খেলার ফলাফল বল প্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষনা দিয়ে নুনতম অনুমান ২০টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বল প্রতি জুয়ার আসর বসাইয়া জুয়া খেলারত অবস্থায় ১৫ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, রুবেল আহমদ (২৬), পিতা-মৃত কালা মিয়া, সাং-মোমিনখলা, আলা উদ্দিন মিয়ার কলোনীর ভাড়াটিয়া, সোহাগ শেখ (৩৯), পিতা-মৃত শাহজাহান শেখ, সাং-পশ্চিমাদী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে সাং-মোমিনখলা, আমিন মিয়ার কলোনী, মো: আলমঙ্গীর (৩৫), পিতা-শফিকুর রহমান, সাং-গহরপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-কদমতলী, ইকবাল মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, রফিক আহমদ (২৭), পিতা-লতিফ মিয়া, সাং-চাঁনপুর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে- সাং-মোমিনখলা, সুমন মিয়ার কলোনী,  মো: আবুল হাসান (২৪), পিতা-আব্দুল ছামাদ, সাং-হুসেনপুর, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- সাং-গালিমপুর, পেশকারের বাড়ীর ভাড়াটিয়া, মো: ইমাম হোসেন (২০), পিতা-মৃত মো: ফজলু মিয়া, সাং-দক্ষিণ কুল, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-মোমিনখলা, মাষ্টার বাড়ীর ভাড়াটিয়া, রিপন মালাকার (২৯), পিতা-মৃত ব্রজেন্দ্র মালাকার, সাং-শিববাড়ী, পৈত্যপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, বর্তমানে- সাং-মোমিনখলা, শাহেদ মিয়ার বাসার ভাড়াটিয়া, জামাল মিয়া (৩০), পিতা-দুলাল মিয়া, সাং-মুর্শিদজাম, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে- সাং-মোমিনখলা, আশিক মিয়ার বাসার ভাড়াটিয়া, কবির আহমদ (৩০), পিতা-ফারুক মিয়া, সাং-আমান উল্লাপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে- সাং-মোমিনখলা, আমিন মিয়ার বাসার ভাড়াটিয়া, জগলু আহমদ জুয়েল (৩২), পিতা-মৃত মজম্মিল মিয়া, সাং- মোমিনখলা, আশিক কমিশনারের বাড়ীর পিছনের বাড়ী, রুবেল আহমদ (২৪), পিতা-নুর হোসেন, সাং-মোমিনখলা, মোমিনখলা মসজিদের পিছনের বাড়ী, শাহজাহান মিয়া (২৮), পিতা-চান মিয়া, সাং-রসুলপুর, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-মোমিনখলা, আলকাছ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, মিসবাউর রহমান (৩০), পিতা-মৃত আব্দুন নূর, সাং-মঙ্গলপুর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-মোমিনখলা, সুমন মিয়ার বাসার ভাড়াটিয়া, আলমঙ্গীর আহমদ (২০), পিতা-মো: হাসান, সাং-মোমিনখলা, আমিন মিয়ার ভাড়াটিয়া, লিমন আহমদ (২৬), পিতা-মৃত শায়েক আহমদ, সাং-মোমিনখলা, বিডিআর মিয়ার পাশের বাসা, সর্বথানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদের’কে আটক করা হয়।

আসামীদের দখলে থাকা (ক) জুয়া খেলায় ব্যবহৃত ০১টি কালো SONY LED টেলিভিশন, যাহার মডেল নং-32DM1100, মূল্য অনুমান-২০,০০০ টাকা, যাহার মাধ্যমে পাকিস্তান সুপার লীগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন সময় ধৃত আসামীরা টাকার বিনিময়ে খেলার ফলাফল বল প্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষনা দিয়ে নুনতম অনুমান ২০/-টাকা থেকে ১০০/-টাকা পর্যন্ত বল প্রতি জুয়া খেলার কাজে ব্যবহ্নত, (খ) জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন নোটের ৬,০৪০ টাকা উল্লেখিত ধৃত আসামীদের দখল ও হেফাজত হইতে উপস্থিত সাক্ষীদের সম্মূখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ০১/০৩/২০২১খ্রিঃ তারিখ ০০.০৫ ঘটিকায় ঘটিকায় এসআই(নিঃ)/স্নেহাশীষ পৈত্য জব্দ তালিকা মূলে জব্দ করেন।

ধৃত আসামী’দের সহ পলাতক ০১ জন আসামী’র বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।

জুয়া খেলার সামগ্রী সহ ১৫ জন জুয়াড়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..