সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকার ৭ বছরের শিশুকে বলাৎকার মামলার এজাহার নামীয় আসামি আব্দুল মালেককে (৩০) এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আসামি আব্দুল মালেকের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। এর আগে বুধবার (২৫ নভেম্বর) বলাৎকারের শিকার শিশুর পিতা বাদী হয়ে আব্দুল মালেকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার মামলা নং-৬৪, তাং-২৬/১১/২০২০খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) রুজু করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর ওই শিশুর বাবা বলাৎকারের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পাওয়ার পর স্থানীয় লোকজন আজ আসামি আব্দুল মালেককে তার বাসার সামনে থেকে আটক করে। এসময় উত্তেজিত লোকজন আব্দুল মালেককে মারপিট করে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে, কর্তব্যরত ডাক্তার তাহাকে উক্ত হাসপাতালের ৩য় তলায় ১১নং ওয়ার্ডে ভর্তি করেন। উক্ত আসামি বর্তমানে হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে।
হাসপাতাল কর্তৃক আসামিকে ছাড়পত্র প্রদান করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd