সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার করোনা পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান (সাবিত) পজিটিভ ধরা পড়েছে।
এরপর রাতে তারা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে বুলু পরিবার ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রামবিষয়ক সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বরকত উল্লাহ বুলু।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd