সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
সিলেট :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি স্যারের সাথে উনার সহধর্মিণী সেলিনা মোমেন ম্যাডামও করোনা আক্রান্ত হয়েছেন।
করোনার কঠিন সময়ের শুরু থেকে স্যারের পাশাপাশি সেলিনা মোমেন ম্যাডাম আমাদের সিলেটের নার্সদের পাশে দাঁড়িয়েছেন তা নার্স সমাজ কোন দিন ভুলবে না।
করোনা আক্রান্ত হয়ে দেশের প্রথম পুরুষ নার্সিং কর্মকর্তা হিসেবে মারা গিয়েছিলেন আমাদের শামসুদ্দিন আহমেদ হাসপাতালের রুহুল আমিন ভাই। তার মৃত্যুর খবর পাওয়ামাত্র অসহায় পরিবারটির পাশে দাঁড়ান মাননীয় মন্ত্রী ও তাঁর সহধর্মিণী। পরিবারের জন্য দুই লাখ টাকা আর্থিক সহযোগিতা ও রুহুল আমিন ভাইয়ের একমাত্র ছেলের পড়ালেখার দায়িত্ব নেন মোমেন স্যার। আর মৃত্যুর খবর পাওয়ার পর ম্যাডাম তিন মাসের বাজার পাঠিয়ে দেন রুহুল ভাইয়ের বাসায়।
সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে পড়া নার্সদেরও সবসময় খোঁজ নিতেন ম্যাডাম। তাদের জন্য পাঠাতেন নানারকম উপহার।
নার্সদরদী এই মহান দম্পতি আজ করোনাভাইরাস নামক মহামারিতে আক্রান্ত। যে দু’জন মানুষ আমাদের শুধু দিয়েই গেলেন, তাঁদের দুঃসময়ে আজ আমরা অসহায়। একমাত্র দোয়া ছাড়া তাদের জন্য আমাদের যেন কিছু করার নেই।
আল্লাহ মানবদরদী আমাদের মন্ত্রী মহোদয় ও উনার সহধর্মিণীকে তুমি দ্রুত সুস্থতা দান কর।
লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিওমেকহা শাখা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd