সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিয়ানীবাজার থানাধীন বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে মাদক বিরোধী সেলের একটি দল অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হোসাইন আহমদকে (৩০) গ্রেফতার করেছে। সে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বড়াইল গ্রামের বিলাল মিয়ার পুত্র।
এ ঘটনায় মাদক আইনে বিয়ানীবাজার থানায় মাদক বিরোধী সেলের এসআই কামরুল আলম বাদী হয়ে মামলা দায়েল করেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হোসাইনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান। তিনি জানান, সিলেট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে মাদক বিরোধী সেলের একটি দল অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হোসাইন আহমদকে (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd