সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরী থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) নগরীর শাহজালাল (র.) দরগাহ এলাকা হালিমা বেগম (২৫) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জের শিমুলতলা গ্রামের আব্দুল জলিলের মেয়ে। মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, রোববার সকালে হযরত শাহজালাল (র.) মাজাররে প্রধান ফটকরে সামনে থেকে একজন নারীকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় দেখতে পান এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া। ওই নারীকে তার সন্দেহ হলে কনস্টেবল রাজুফা খাতুনেরর মাধ্যমে হালিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে হালিমা জানান, তার গ্রামের বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে শায়েস্তা করতে শনিবার পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে তা পরে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পরে কোম্পানীগঞ্জের পুলেরমুখ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে নগরীর শাহজালাল (র.) মাজারে আসেন।
হালিমা বেগমের বিরুদ্ধে এসআই মো. আব্দুল বাতেন ভূইয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd