সুনামগঞ্জের রতনসহ ২২ এমপি’র অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

সুনামগঞ্জের রতনসহ ২২ এমপি’র অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে বর্তমান ও সাবেক আরও ২২ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সংস্থাটি। দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানিয়েছেন, তাদের বেশ কয়েকজনের নামেও শিগগিরই মামলা করা হবে।

Manual5 Ad Code

২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ আর ১৪৮ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে বুধবার (১১ নভেম্বর) লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুল ও তার স্ত্রী এবং তাদের কন্যা ওয়াফা ইসলাম ও এমপি পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

Manual8 Ad Code

এদিন দুদক কমিশনার মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, দু’জন এমপির (পাপুল ও তার স্ত্রী) বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও ২২ জন এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। শিগগিরই আরও কয়েকজন এমপির বিরুদ্ধে মামলা করা হবে।

Manual2 Ad Code

দুদক যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে তাদের মধ‌্যে রয়েছেন— মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), সামশুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), পঙ্কজ দেবনাথ (বরিশাল-৪), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪)।

Manual1 Ad Code

এই তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বি এম মোজাম্মেল হক, ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, নরসিংদী-২ আসনের সাবেক স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান পোটন, যুবলীগ নেতা ও নরসিংদী-৩ আসনের সাবেক স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা এবং চাঁদপুর-৪ আসনের সাবেক এমপি শামসুল হক ভূঁইয়া।

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, লালমনিরহাট-৩ আসনের আসাদুল হাবিব দুলু, নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, বগুড়া-৩ আসনের আব্দুল মোমিন তালুকদার ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শহিদুজ্জামান ইসলাম বেল্টু।

এছাড়া, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..