সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে ৪৭ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে থানার এসআই রাম চন্দ্র দেব, পার্থ সারথী দাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের পাশ থেকে বোরহান রাস্তায় একটি অনটেস্ট অটোরিকশা সিএনজি গাড়ীতে তল্লাশী করে ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও সিএনজি চালকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার আঞ্জাগ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র হবিব আলী (৫০), লিয়াকত আলীর পুত্র সিএনজি চালক শাকিল আহমদ (২২) ও গৌরি (ভিত্রিখেল উত্তর) গ্রামের মৃত শওকত আলীর পুত্র আব্দুস সাত্তার (৪৫)।
এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd