সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাষ্টার নজরুল ইসলাম। যুগ্ম-সম্পাদক আহমেদ মুস্তাকিন ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল-আসলাম মুমিনের যৌথ পরিচালনা অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লাল মোহন দে।
প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের ফারুক আহমদ। তিনি বলেন বৃহত্তম জৈন্তিয়ার দাবি দাওয়া আদায়ে ঐক্যের বিকল্প নেই, তাই সকল বেদাবেদ ভুলেগিয়ে জৈন্তিয়া ভিত্তিক সকল সামাজ সংগঠন একই প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী এডভোকেট আব্দুর রহিম, সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা এডভোকেট শাহজাহান চৌধুরী, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সুভাষ চন্দ্র পাল ছানা, দেবব্রত ভট্টাচার্য, আলতাফ হোসেন বিলাল, জালাল উদ্দিন, আব্দুর রকিব,বাবুল আহমদ, জসিম উদ্দিন, এমএমতিন, লুৎফুল হক, সাংবাদিক মনজুর আহমদ, ফরিদ আহমদ শামিম, মাহবুব চেয়ারম্যান, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, মুন্সি আব্দুল মুমিন, কামরুজ্জামান মুকুল, মুজাম্মিল আলী, এমএম কামাল উদ্দিন, গোলাম সারওয়ার সোহেল, মিছবাহ উদ্দিন, এনাম মেম্বার, রুবেল মেম্বার, বুলবুল আহমদ, আব্দুস সালাম প্রমুখ।
এদিকে সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় সভাপতি লাল মোহন দেব’র সভাপতিত্বে ২য় অধিবেশ অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিক্রমে লুতফুল হককে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd