সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় শনিবার সকালে তেলবাহী একটি ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশের এলাকায়। এই তেল সংগ্রহ করতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
সেখানে সরজমিনে দেখা যায়, স্থানীয়রা যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন। কেউ বালতিতে করে কেউ হাড়িতে করে। এছাড়া অনেককে দেখা গেছে মগ-বাটি-গ্লাসে করে তেল সংগ্রহ করতে।
রীতিমত সেখানে তেল সংগ্রহে এক প্রকারের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।
ঘটনাস্থলে থাকা তানভীর আঞ্জুম নামে এক স্থানীয় এক ব্যক্তি জানান, শত শত মানুষ তেল সংগ্রহ করছে। ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল বলে তিনি ধারণা করছেন।
এদিকে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd