সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রংপুর নগরীর ষ্টেশন এলাকায় বসুন্ধরা রেষ্ট হাউজের একটি কক্ষ থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী সহ দুজনকে আটক করেছে পুলিশ রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় বৃহস্পতিবার রাত ৮ টা ৪৫ মিনিটে স্বামী স্ত্রীর পরিচয়ে এক দম্পতি বসুন্ধরা রেষ্ট হাউজে আসে। তারা নিজেদের নাম সাইফুল ইসলাম ও তার স্ত্রীর নাম আরজিনা খাতুন(৩০) ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানায়। তারা স্বামী স্ত্রীর পরিচয়ে সেখানে হোটেলের ৫ নম্বর কক্ষ ভাড়ার নিয়ে রাত্রি যাপন করে। শুক্রবার সকালে সাইফুল ইসলাম রুমের বাইরে তালা লাগিয়ে ষ্টেশন এলাকায় খরচ নেবার কথা বলে বের হয়ে যায়। এরপর সে আর হোটেলে ফিরে আসেনি। বেলা ১২ টার পর হোটেল কতৃপক্ষের সন্দেহ হলে তারা রুমে কড়া নাড়ানাড়ি করলেও কোন সারা শব্দ না পেয়ে পেছনের ভেন্টিলেটার দিয়ে দেখতে পায় সেখানে অবস্থান করা নারী মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। হোটেল কতৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে হোটেলের রুমে বাইরে থেকে তালা লাগানো দেখতে পায়।
অন্যদিকে খবর পেয়ে সিআইডি পুলিশ ও পিবিআই পুলিশের একটি দল ঘটনা স্থলে আসে। পরে দরজার তালা ভেঙ্গে মহিলার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, সম্ভবত শ্বাস রোধ করে মহিলাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত করে প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদঘাটিত হবে। তবে তারা স্বামী স্ত্রী কিনা তাদের বাড়ির ঠিকানা ঠিক কিনা সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সিআইডি ও পিবিআই পুলিশ জানান তারা ছায়া তদন্ত শুরু করেছেন। দুপুরে ঘটনা স্থলে আসেন মেট্রোপলিটান পুলিশের ডেপুটী কমিশনার ক্রাইম আবু মারুফ হোসেন ও উপ পুলিশ কমিশনার শহিদুল্লা কাওছার তারা ঘটনা স্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মাুিলক পক্ষের লোক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মুল আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd