সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে নিহত যুবক রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বিকাল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে এ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে পুলিশের দিকে ধাওয়া করেন উত্তেজিত জনতা।
রায়হানের খুনের মামলায় মূল অভিযুক্ত এস.আই আকবরসহ পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিকাল ৪টার দিকে রায়হানের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে রাস্তা অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এসময় রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।
খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা সরাতে চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের দিকে ধাওয়া ও জুতা নিক্ষেপ করেন।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় মুরুব্বিয়ান ও কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সান্তনা এবং আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করা না হলে তারা কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নিবেন না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd