হিরো আলমকে ব্যবহার করেছেন অনন্ত জলিল

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

হিরো আলমকে ব্যবহার করেছেন অনন্ত জলিল

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : গেল মাসেই হিরো আলমকে নিয়ে সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল। কিন্তু বৃহস্পতিবার হিরো আলমের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে সিনেমা থেকে তাকে বাদ দেয়ার কথা জানান অন্তত। এরপরেই নিজের বাদ পড়া নিয়ে ফেসবুক লাইভে হিরো আলম।

Manual6 Ad Code

হিরো আলমের পাল্টা অভিযোগ, তাকে ব্যবহার করেছেন অনন্ত জলিল। ফেসবুক লাইভে হিরো আলম বলেন, কারো সহযোগিতায় আমি হিরো আলম হইনি। আমি কিন্তু কখনো অনন্ত জলিল ভাইকে ফোন দেইনি। তিনিই আমাকে ফোন দিয়েছেন। আমাকে আপনার সিনেমা থেকে বাদ দিয়েছেন, কোনো দুঃখ নাই। তবে আপনাকে একটা কথা বলতে চাই যে, হিরো আলমকে সবাই ব্যবহার করে, আমার মনে হয় অনন্ত জলিল ভাইও আমাকে ব্যবহার করেছেন।

Manual6 Ad Code

এরআগে সিনেমা থেকে হিরো আলমকে বাদ দেয়ার অন্যতম কারণ হিসেবে অনন্ত বলেছিলেন, ‘সম্প্রতি হিরো আলমের কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন তাকে নিয়ে সিনেমা না বানানোর। সবসময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।’ আর এসব কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত।

এমন অভিযোগের পাল্টা উত্তর দিয়ে হিরো আলম বলেন, মাঝখানে একদিন এফডিসিতে সাংবাদিকদের অনন্ত ভাই বললেন যে, ‘হিরো আলমের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আমি এগুলোতে কান দেই না।’ প্রশ্ন করে হিরো আলম বলেন- তাহলে আজকে কী এমন হলো, যা শুনে আমাকে বাদ দিলেন তিনি? হিরো আলমের দাবি, অন্যের কানকথা শুনেই অনন্ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।

Manual5 Ad Code

কিছুটা অভিমান করে বিতর্কিত এই মডেল ও অভিনেতা বলেন, ছোট হোক, আমিতো নিজেই প্রযোজনা করি। আমাকে যদি কেউ সিনেমায় না নেয়, তাতে আমার দুঃখ নেই। এসময় তিনি আরো জানান, সামনে আরো নতুন দুটো ছবিতে কাজ করারও প্রস্তাব আছে।

Manual5 Ad Code

এদিকে অনন্ত জলিলের সিনেমার জন্য সাইনিং মানি হিসেবে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন হিরো আলম। অনন্ত জলিল তার স্ট্যাটাসে জানিয়েছেন, যেহেতু তিনি সিনেমায় হিরো আলমকে নিতে পারছেন না, তাই সাইনিং মানিটাও ফেরত নেবেন না।

তবে এই টাকা ফেরত দিবেন বলে ভিডিও লাইভে জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, সাইনিং মানি হিসেবে অনন্ত জলিল ভাইয়ের কাছ থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছিলো। তা অবশ্যই আমি ফেরত দিবো।

এসময় অনন্তকে উদ্দেশ করে হিরো আলম বলেন, আপনি মানুষকে দান করেন, ঠিকাছে। কিন্তু কী করে ভাবলেন হিরো আলম আপনার টাকা নিয়ে নেবে? টাকা অহংকার ভালো নয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..