জগন্নাথপুর-সিলেট সড়কের নাজুক দশা, গাড়ি চলাচল বন্ধ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুন ১, ২০২০

জগন্নাথপুর-সিলেট সড়কের নাজুক দশা, গাড়ি চলাচল বন্ধ

জগন্নাথপুর প্রতিনিধি :: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ৩ মাস ধরে জগন্নাথপুর-সুনামগঞ্জ ও জগন্নাথপুর-সিলেট সড়কে দুর পাল্লার কোন যাত্রীবাহী যানবাহন চলাচল করেনি।

অবশেষে ১ জুন সোমবার থেকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে আবারো যাত্রীবাহী যানবাহন চলাচল করলেও জগন্নাথপুর-সিলেট সড়কে বন্ধ রয়েছে। গাড়ি চালক ও পত্রিকা বিক্রেতা নিকেশ বৈদ্য সহ স্থানীয় ভূক্তভোগী জনতা জানান, জগন্নাথপুর-সিলেট সড়কের অবস্থা খুবই নাজুক। সড়কটি গাড়ি চলাচলের অনুপযোগী পড়েছে। তবে জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম ও সাধারণ সম্পাদক মুকুল কর বলেন শুধু রাস্তার জন্য নয়, স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় জগন্নাথপুর-সিলেট সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, আন্ত-জেলার সীমানা হওয়ায় জগন্নাথপুর-সিলেট সড়কে আপাতত যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ আছে। তবে যানবাহন চলাচলের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, আগামী ২/১ দিনের মধ্যেই জগন্নাথপুর-সিলেট সড়কে কাজ শুরু হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..