সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কিশোরগঞ্জে ভৈরবে ১১৬০ পিস ইয়াবাসহ মোছা. রেকছনা বেগম রিমা (৩০) নামে এক নারীকে আটক করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৩০ মে) দুপুরে ভৈরব পৌর এলাকার কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া নারী মোছা. রেকছনা বেগম রিমা পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানায়, র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে পাওয়া তথ্যে শনিবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে ভৈরব পৌর এলাকার কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১১৬০ পিস ইয়াবাসহ রেকছনা বেগম রিমাকে আটক করা হয়।
আটকৃত রেকছনা বেগম রিমার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলা ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd