সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে সারাদেশজুরে চলছে লকডাউন। সিলেটেও ব্যতিক্রম নয়। আর এই লকডাউনকেই কাজে লাগিয়ে কতিপয় দূর্বৃত্তরা তাদের ফায়দা হাসিল করছে। প্রসাশনের চোখের আড়ালে ঘটাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এনিয়ে আতঙ্কে আছেন অনেকেই। এরকমই আতঙ্কে আছেন সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক। লকডাউনে তার বাসার সামনে একদল তরুণদের রহস্যজনক ঘুরাফেরা নিয়ে। করোনাভাইরাসের এই দুঃসময়ে লায়েককে নিয়ে একের পর এক ঘটনা তাকে আলোচনায় নিয়ে আসছে। এদিকে একটি ঘটনার রেশ না কাটতেই ঘটছে আরেকটি ঘটনা।
সর্বশেষ শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে তার বাসার সামনে একদল তরুণকে রহস্যজনকভাবে ঘুরাফেরা করতে দেখা গেছে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া মুখগুলোর উদ্দেশ্য রহস্যজনকই ঠেকেছে লায়েকের কাছে। তার সন্দেহ, অসৎ উদ্দেশ্য নিয়ে তার পেছনে নেমেছে এরা। যার ইঙ্গিত তিনি আগেও পেয়েছিলেন। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগও করেছেন এর আগে।
কাউন্সিলর লায়েক বললেন, করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য বিতরণের সহায়তা সামগ্রীকে কেন্দ্র করেই একের পর এক ঘটনা ঘটছে। তিনি বলেন, আমি চেষ্টা করছি অসহায় ও দরিদ্র যেসকল পরিবার ত্রাণের প্রকৃত দাবিদার তাদেরকেই সহায়তাসামগ্রী পৌঁছে দিতে। কিন্তু অনেকেই প্রভাব খাটিয়ে দরিদ্র ও অসহায়দের এ ত্রাণ নিতে চাইছেন। না পেয়ে তারা আমার পেছনে লেগেছেন। এমনকি গত ৪ এপ্রিল অসহায়দের জন্য বিতরণের ত্রাণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আমাকে হুমকিও দেওয়া হয়।
কাউন্সিলর লায়েক জানালেন, শুক্রবার রাতে এদেরই পাঁচ-ছয়জন তার বাসার সামনে ঘোরাঘুরি করেছেন। এমনকি বাসার গেটের ভেতরেও ঢুকেছেন।
প্রসঙ্গত, ত্রাণ বিতরণ ইস্যুতে কাউন্সিলর লায়েক প্রথম আলোচনায় আসেন গত ১ এপ্রিল, করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে গঠিত খাদ্য ফান্ডের ১২৫ বস্তা চাল তার বাসায় গেলে। নানা নাটকীয়তার পর ৩ এপ্রিল বিকেলে সে চাল ফেরত যায় সিটি কর্পোরেশনে। এ ঘটনায় ১৫ এপ্রিল বিবৃতি দিয়ে লায়েকের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে মহানগর আওয়ামী লীগ। যদিও লায়েকের দাবি তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd