সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানার আরও ৮ পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন এএসআই এবং ৭ জন কনস্টেবল। শনিবার (৩০ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান।
আক্রান্তরা হচ্ছেন, এএসআই সাইফুর রহমান(৩৪), কনস্টেবল রাজিব (২৫), মাসুদ তালুকদার (২৫), মো. মুন্না (২০), আফজাল হোসেন (২০), সুজিত চন্দ্র দাস (২১), ইছহাক উদ্দিন (২১) ও সাব্বির হোসেন তন্ময় (২১)।
জানা গেছে, গত ১৮ মে তাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। পরে ২৮ মে আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে শনিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এদিকে নতুন ৮ জন নিয়ে বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। এরমধ্যে ৩৬ জনই পুলিশ সদস্য।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd