সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে একই পরিবারের নয়জন ও একজন ইউপি চেয়ারম্যানসহ জকিগঞ্জে মোট ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। নতুন সনাক্ত হওয়া সবার শরীরেই করোনা উপসর্গ রয়েছে। শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে একই পরিবারের ৯ জন রয়েছেন। তারা হলেন, পৌর এলাকার আনন্দপুর গ্রামের বাসিন্দা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন (৩৮), তার ভাই ব্যবসায়ী ফারুক আহমেদ (৫২), তাদের পরিবারের সদস্য খালেদা রহমান চৌধুরী (৩০), নাসিমা আক্তার (৩০), সমছুন্নাহার (২২), কামরুন্নাহার (২০), সুমাইয়া (১৮), নাফিস (৪), জাকারিয়া (১২)।
এছাড়া বাকি আক্রান্তরা হলেন কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর (৬০), উপজেলা এলজিইডি প্রকৌশলী মনসুরুল হক, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী হুমায়ুন আহমেদ (২৭), হেল্থ সহকারী আতাউর রহমান আজাদ (৫০), পীরেরচক গ্রামের বাসিন্দা আব্দুল হালিম (২১)।
গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে প্রেরণ করা হয়েছিলো। শনিবার রাতে তাদের রিপোর্ট আসে পজিটিভ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, নতুন সনাক্ত হওয়া সবার বাসা লকডাউন করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd