সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মে ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: করোনাকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার প্রতিবাদে আন্দোলনে নামছেন নারী কাউন্সিলররা। আগামীকাল বৃহস্পতিবার সিলেট নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজ।
জানা গেছে, সিসিকের ২৭টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর আছেন ৯ জন। করোনার কারণে সংকটময় সময়ে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সিসিক। কিন্তু ওই নারী কাউন্সিলরদের ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়নি। এমনকি নিজ নিজ ওয়ার্ডে বিতরণের জন্য নারী কাউন্সিলরদের কোনো ত্রাণসামগ্রীও প্রদান করা হয়নি বলে অভিযোগ ওঠেছে।
এমতাবস্থায় ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত না করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন নারী কাউন্সিলররা। এতে ৯ কাউন্সিলর সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান নেবেন।
সিসিকের প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেন, ‘আমরা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি দিয়েছি। এরপর অবস্থা বুঝে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
তিনি বলেন, ‘করোনার সময়ে শুরু থেকেই ত্রাণ কার্যক্রমে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। সিসিকের তহবিলে সরকার, বিত্তবানরা টাকা দিয়েছেন, খাদ্যসামগ্রী দিয়েছেন। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর কয়েক হাজার প্যাকেট করে ত্রাণ পেয়েছেন বিতরণের জন্য। কিন্তু আমরা নারী কাউন্সিলররা বিতরণের জন্য এক প্যাকেট ত্রাণও পাইনি।’
রোকশানা বেগম শাহনাজ বলেন, ‘মানুষ আমাদের কাছে ত্রাণের জন্য আসে। কিন্তু আমরা তাদেরকে কোনো ত্রাণ দিতে পারি না। এই দুঃসময়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে কাউন্সিলর হয়ে কী লাভ!’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd