সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা ভাইরাসে নাস্তানাবুদ পুরো বিশ্ব। দেশে দেশে মৃত্যুর পদধ্বনি। মানুষের বেঁচে থাকার লড়াইটা প্রতিনিয়তই কঠিনতর হচ্ছে। ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারে রাতদিন একাকার করে দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে এই যখন অবস্থা তখন বিয়ের নেশায় মেতেছে সৌদি আরবের মানুষ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাণঘাতি করোনা ভাইরাসের মধ্যেই সৌদি আরবে অনলাইনে ৫৪২টি বিয়ের আবেদন জমা পড়েছে।
বিয়ে করতে আগ্রহী যুবক-যুবতীরা দেশটির আইন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘নাজিস’ পোর্টালের মাধ্যমে এই আবেদন জমা দিচ্ছেন।
গতকাল সোমবার সৌদির আইন মন্ত্রণালয় সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত ১৬ মার্চ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড বন্ধ ঘোষণার পর থেকেই অনলাইনে এসব আবেদন জমা পড়ছে।
জানা গেছে, ‘নাজিস’ পোর্টালের মাধ্যমে যেসব যুবক-যুবতী বিয়ের আবেদন করেন তারা শারীরিকভাবে উপস্থিত না থেকেও বিয়ে সম্পন্ন করতে পারেন। এমনকি হাসপাতালে উপস্থিত না হয়েও তারা মেডিকেল চেকআপ করাতে পারেন। আর মন্ত্রণালয়ের সিভিল অ্যাফেয়ার্সে ইলেক্ট্রনিক পদ্ধতিতে বিয়ে রেকর্ড করতে পারেন যুবক-যুবতীরা।
সৌদি আরবে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ২০০ লোক। দেশটিতে প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd