সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে সিলেটের আনোয়ার হোসেন ওলী (৫১) মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূ্ত্রে জানা যায়, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পায়রা ইউকের কোষাধ্যক্ষ ও লন্ডনের স্টাটফোর্ড এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিসিকের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও পায়রা সমাজ কল্যান সংস্থা।
কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও পায়রা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, এডঃ আলী মোস্তাফা মিশকাতুর নুর, মুফতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ,আনোয়ার হুসেন, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd