সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নাটোরের সিংড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত ওই নারী সিংড়া থানায় শ্বশুর আব্দুল হামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল হামিদ উপজেলার বিয়াশ চকপাড়া গ্রামের মৃত চাঁন আলীর ছেলে। তিনি পেশায় কৃষক।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, প্রায় ৩ বছর আগে ওই নারীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আব্দুল হামিদের ছেলের। বিয়ের পর থেকে পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন আব্দুল হামিদ। বছর দেড়েক আগে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
বিষয়টি জানাজানি হলে হামিদের ছেলে তার স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যান। প্রায় ৭ মাস আগে আব্দুল হামিদ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনেন।
বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ১০ এপ্রিল শুক্রবার বিকেলে আব্দুল হামিদ পুত্রবধূর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যান হামিদ। ঘটনার পর থানায় অভিযোগ দিতে চাইলে গ্রাম প্রধানরা তাকে নিষেধ করেন।
তারা জানান, গ্রাম্য সালিশে বিচার করা হবে। কিন্তু ১৫ দিন পার হলেও কোন বিচার না পেয়ে শনিবার থানায় অভিযোগ দেন ভুক্তভোগী নারী।
ওই নারী বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আব্দুর রাজ্জাক ফকির ও মাওলানা রবিউল নামের দু ‘জন মাতবর আমাকে বিচার করে দেবেন বলে টালবাহানা করছেন। তারা থানায় অভিযোগ করতে নিষেধ করেছেন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রাম প্রধান আব্দুর রাজ্জাক ফকির তার বিরুদ্ধে আনা ওই নারীর অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়, এই বিচার গ্রামে করা সম্ভব নয়। আমরা তাদের থানায় অভিযোগ দিতে বলেছি, নিষেধ করা হয়নি। আমরাও চাই এর সঠিক বিচার হোক। সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd