সুনামগঞ্জে কিট, পিপিই, সার্জিক্যাল মাস্ক পাঠালেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

সুনামগঞ্জে কিট, পিপিই, সার্জিক্যাল মাস্ক পাঠালেন পরিকল্পনামন্ত্রী

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলায় কভিড-১৯ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন। স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন এই মুহুর্তে ডাক্তারদের জন্য পিপিই, সার্জিক্যাল মাস্কসহ করোনা পরীক্ষার দুর্লভ কিট জরুরি। সুদূরপ্রসারী চিন্তার মানুষ এমএ মান্নান তাই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছেন।

Manual4 Ad Code

জানা গেছে এমএ মান্নানের ব্যক্তিগত পক্ষ থেকে পিপিই-১২০ (জেলা সদর-৭০টি, দক্ষিণ সুনামগঞ্জ-২৫টি, জগন্নাথপুর-২৫টি), সার্জিক্যাল মাক্স ৪০০০টি (জেলা সদরে-২০০০টি, দক্ষিণ সুনামগঞ্জ-১০০০টি এবং জগন্নাথপুর-১০০০টি), চশমা-৪০টি (জেলা সদর-২০টি, দক্ষিণ সুনামগঞ্জ-১০টি, জগন্নাথপুর-১০টি), করোনা টেস্ট কিট-৭৫টি (জেলা সদর হাসপাতাল এর জন্য-৪৫টি, দক্ষিণ সুনামগঞ্জ-১৫টি এবং জগন্নাথপুর-১৫টি) এবং করোনা জ্বরের তাপমাত্রা মাপার ডিজিটাল থার্মোমিটার-৮টি, জেলা সদর-৪টি, দক্ষিণ সুনামগঞ্জ-২টি, জগন্নাথপুর-২টি) প্রদান করেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্টদের মাধ্যমে ঢাকা থেকে কুরিয়ারযোগে এসব সামগ্রী তিনি সুনামগঞ্জে পাঠিয়েছেন।

Manual7 Ad Code

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সামনে আমাদের জন্য কঠিন দিন আসছে। তাই জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষার জন্য আমি হাসপাতালগুলোতে জরুরি সুরক্ষা সামগ্রী পাঠিয়েছি। ডাক্তার ও নার্সদের সুরক্ষিত করতে না পারলে আমাদের জনগণ সেবা পাবেনা। তিনি এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..