সিলেট নগরীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার : অপহরক গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

সিলেট নগরীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার : অপহরক গ্রেফতার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজান আহমেদ (২৫)কে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার বিকালে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে কলেজ ছাত্রীকে আহত অবস্তায় উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলের ওসিসি বিভাগে ভর্তি করে পুলিশ। পরে ছাত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী মারজান আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

জানা যায়, নগরীর এক সিএনজি চালকের কলেজ পড়ুয়া মেয়েকে গত ২০ মার্চ অপহরণ করে মারজান আহমেদ। এরপর ওই ছাত্রীর পিতা গত ২৪ মার্চ এসএমপির কোতোয়ালী থানায় একটি নিখোঁজের জিডি করেন। উক্ত সাধারণ ডায়েরীর তদন্তের দায়িত্ব দেওয়া হয় কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিত রায়কে। পরে তিনি জিডি তদন্ত করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজানকে গ্রেফতার করেন।

কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিত রায় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী বর্তমানে থানা হাজতে আছে এবং কলেজ ছাত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেলের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..