সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া ভিক্ষুকদের মধ্যে হাহাকার বিরাজ করছে। ৩০ মার্চ সোমবার জগন্নাথপুর সদর বাজারে প্রায় অর্ধশতাধিক ভিক্ষুক সমবেত হন। এ সময় বাজারে জন সমাগম না থাকলেও যাকে পান তার কাছে সাহায্য পাওয়ার আশায় ঝাপিয়ে পড়েন ভিক্ষক দল।
এ সময় ভিক্ষুক আবদুস সোবহান, কেত্র মোহন দাস, আবুল হোসেন, জাহিদুল হোসেন, আমির মিয়া, কালাই মিয়া, ছুরত বিবি, কাছামালা বেগম, দুলাল মিয়া, ছমির আলী, ইউনুছ আলী, মাজেদা বিবি, রোজিনা বেগম, সারবান বিবি, নুরজাহান বেগম, নানু মিয়া, আব্বাছ মিয়া, সাকাতুন বেগম, জুবেদা খাতুন, লাল মিয়া, আবদুর রাজ্জাক, মাসুক মিয়া, জুবায়ের হোসেন, মাজু শেখ, জমির আলী, মনরা বেগম, ফাহিমা বেগম, বাসন্তি সরকার, শান্ত মিয়া সহ অনেকে বলেন, আমারা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করি।
কোন রকমে চলছিল আমাদের সংসার। তবে করোনা ভাইরাস আসার পর থেকে হাট-বাজারে মানুষ নেই। আমরাও ঘর থেকে বের হইনা। যে কারণে আমরা অনেক কষ্টে আছি। তাই বাধ্য হয়ে সাহায্য পাওয়ার আশায় বাজারে ছুটে এসেছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd