করোনা ভাইরাস প্রতিরোধে গোয়াইনঘাটে দূরত্ব বজায় রাখতে গোল বৃত্ত এঁকে দিচ্ছে পুলিশ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে গোয়াইনঘাটে দূরত্ব বজায় রাখতে গোল বৃত্ত এঁকে দিচ্ছে পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাজারগুলোতে সবজি-ফলমূল-মুদির দোকান ও মাছ বাজারের প্রত্যেকটি দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানের সামনে ক্রেতারা দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয়ের জন্য বৃত্ত অলংকরণ করছে থানা পুলিশ।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর নির্দেশনায় গনসচেতনতার অংশ হিসেবে শুক্রবার বিকেলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের উদ্যোগে পুলিশ সদস্যরা বৃত্ত অলংকরণ করেন। তাই ক্রেতারা সচেতন হয়ে  বৃত্তের উপর দাঁড়িয়ে ক্রয় করার অনুরোধ করেন ওসি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ‘সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গনসচেতনতার অংশ হিসেবে গোয়াইনঘাট বাজারে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজ নিজ জরুরী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে ক্রেতাসাধারণকে এভাবে গোল চিহ্নিত করে দেয়া হয়। এইবার সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্বটুকু এভাবে পালন করে বাজারে আসলেও কেউ আপনাকে বাঁধা দিবে না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..