মায়ের পরকীয়া প্রেমিককে হত্যা, গ্রেপ্তার মা ও ছেলে

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

মায়ের পরকীয়া প্রেমিককে হত্যা, গ্রেপ্তার মা ও ছেলে

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় মায়ের পরকীয়া প্রেমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলো পৌর এলাকার ইয়ার্ড কলোনীর মৃত রানা মাসুদের ছেলে বাঁধন (২৫) ও তার মা সিমা বেগম (৪০)। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, সান্তাহার স্টেশন এলাকার ভ্রাম্যমাণ পতিতা সিমার সাথে বাবু (২৮) নামে যুবকের পরকীয়া সর্ম্পক গড়ে ওঠে। এরপর সিমার বাড়িতে মাঝে মাধ্যে আসা যাওয়া ও রাত্রী যাপন করা শুরু করে বাবু। সিমার ছেলে বাঁধন বিষয়টি দেখে একাধিকবার বাবুকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে। কিন্তু তারপরও বাবু আসা যাওয়া করে। এক পর্যায়ে বাঁধন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ভোর রাতে লোহার রড দিয়ে বাবুর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। হত্যার বিষয়টি গোপন রাখতে মা-ছেলে মিলে লাশটি পৌরসভার ডাস্টবিনের কাছে রেখে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে মা-ছেলেকেও গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..