সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিও ক্লিপ। আর তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে মুফতি আমির হামজার একটি ভিডিও ক্লিপ। যেখানে তিনি খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে মন্তব্য করেছেন।
ওয়াজ মাহফিলের ফাঁকে মুফতি আমির হামজা বলেন, কয়েকদিন আগে ডিপজল বডিগার্ড নিয়ে আসছিলো। আমি ভাবলাম উনার নামে কিছু উল্টাপাল্টা বলা হয়েছে। যে কারণে বডিগার্ড নিয়ে এসেছে। কিন্তু তিনি এসেছিলেন মাহফিলে আমন্ত্রণ জানাতে। গাবতলী বাস টার্মিনালে প্রতিবছর মাহফিল করা হয়। আমার দাদার নামে, বাবার নামে, নানার নাম স্মরণ করে দেই। আপনাকে এবার প্রধান বক্তা বানাবো ডেট দেন। আসলে দোষ আমার না ওটা আমার সিনেমার চরিত্র। প্রযোজক-পরিচালক আমাকে চরিত্র দিয়েছেন এজন্য আমি ঐরকম করি। তা ছাড়া আমি কিন্তু ভালো মানুষ।
তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে অনেকক্ষণ কথা বললাম। দেখলাম লোকটা ভালো মানুষ। কিন্তু সিনেমায় ওর চরিত্র ওটা। মিশা সওদাগরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু সিনেমায় ওর যে চরিত্র শয়তানও ওর নিচে নামে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd