সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ মাহবুব মির্জা (২০) নামে তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে নগরের চৌহাট্টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব মির্জা নগরের শেখঘাট এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর জিন্দাবাজারে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ইমতিয়াজ ও তার বন্ধুরা শহরতলীর বালুচর কনের বাড়িতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে চৌহাট্টা পয়েন্টে জিন্দাবাজার থেকে আম্বরখানাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ইমতিয়াজের মৃত্যু হয়। অন্যরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd