রোজ হাসপাতালে দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

রোজ হাসপাতালে দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Manual5 Ad Code

রেখা মনি, রংপুর :: রংপুরে একটি সরকারি ক্লিনিকে দায়িত্বে অবহেলায় তিন দিনের এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে এ অপমৃত্যুর অভিযোগে বিক্ষোভ করে তার স্বজনরা।

Manual7 Ad Code

নবজাতক শিশুর চাচা রাকিব অভিযোগ করে বলেন, শনিবার রাত নয়টার দিকে নগরীর বড় নুরপুর এলাকার নিপা বেগমকে প্রসবজনিত কারণে ওই ক্লিনিকে ভর্তি হন এবং রাত সাড়ে নয়টার দিকে তার সিজার করা হলে একটি মেয়ে সন্তান জন্ম নেয়।

Manual8 Ad Code

মঙ্গলবার সকালে হঠাৎ নবজাতক ওই শিশু অসুস্থ হলে ক্লিনিক কর্তৃপক্ষকে জানায় তার স্বজনরা। কিন্তু সেখানে কোন ডাক্তার না থাকায় সুচিকিৎসা না পাওয়ায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, শুধু নার্স দিয়ে এখানে চিকিৎসা করা হয়। কোন আবাসিক চিকিৎসক নেই। ফলে কোন ধরনের চিকিৎসা না হওয়ায় এই মৃত্যু হয়।

Manual3 Ad Code

এ সময় তিনি এটাকে হত্যা বলে দাবি করেন।এ খবর ছড়িয়ে পরলে নবজাতকের স্বজনরা বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন,আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..