জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ ১২ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ ১২ আসামী গ্রেফতার

Manual5 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত সহ ১২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার এসআই লুৎফুর রহমান সহ পুলিশ দল অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী জসিম উদ্দিনকে গ্রেফতার করেন। সে উপজেলার জয়নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এসআই আফছার আহম্মদ ও এএসআই মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশ দলের পৃথক অভিযানে মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সায়েদ আহমদকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বাগময়না গ্রামের আবদুন নুরের ছেলে। তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

এছাড়া এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে উপজেলার গন্ধর্বপুর গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে বদরুল হোসেন, আছাব মিয়ার ছেলে আকল মিয়া, বাগময়না গ্রামের রফু মিয়ার ছেলে জুলহাস মিয়া, আবদুল হাসিমের ছেলে লিটন মিয়া, অনন্ত গোলাম আলীপুর গ্রামের তারিফ উল্লার ছেলে জুনু মিয়া, মৃত হরছত মিয়ার ছেলে লেবু মিয়া, ইসলামপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে জাহিদুর রহমান, মৃত রশিদ উল্লার ছেলে আবদুল আহাদ, নারিকেলতলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন ও সুধন সরকারের ছেলে নিরঞ্জন সরকারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ২১ জানুয়ারি মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..