গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী শনিবার

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী শনিবার

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠান ২৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সফল করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। অনুষ্ঠানটির সকল প্রস্তুতি শেষ করে রজতজয়ন্তী অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় উত্তর সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সরকারের পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহদুস সামাদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড.নাসরিন আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর হারুন অর রশিদ, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম প্রমুখ।

Manual7 Ad Code

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় রজতজয়ন্তী অনুষ্ঠান পালনে উদযাপন কমিটির সর্বশেষ বৈঠক কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাত, ট্রাফিক পুলিশ ইনচার্জ মারিকুল ইসলাম, উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, শামীম আহমদ, দেলোয়ার হোসেন বাবর, শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম.এ.মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সুভাস দাস, সাবেক ছাত্র মনির উদ্দিন, গোলাম কিবরিয়া ছাত্তার, জাহাঙ্গীর আলম, গোলাম কুদ্দুছ কামরুল প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..