নগরীর অপরিচ্ছন্নতার জন্য আরিফকে দায়ী করলেন মোমেন

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

নগরীর অপরিচ্ছন্নতার জন্য আরিফকে দায়ী করলেন মোমেন

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর অপরিচ্ছন্নতার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার বিকেলে সংবাদ সম্মলনে এক প্রশ্নের জবাবে নগরীর অপরিচ্ছন্নতার জন্য মেয়রকে দায়ী করেন সিলেট-১ আসনের এই সাংসদ।

Manual5 Ad Code

একবছর মন্ত্রী ও সাংসদ থাকাকালে সিলেট-১ আসনে পরিচালিত উন্নয়ন কর্মকান্ড নিয়ে শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলন করেন আব্দুল মোমেন। এতে একজন সাংবাদিক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে সিলেটের অপরিচ্ছন্ন রাস্তাঘাট নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশের প্রসঙ্গটি টেনে পররষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান।

Manual8 Ad Code

জবাবে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির অভিযোগ যথার্থ উল্লেখ করে বলেন, আমি যতবারই সিলেট আসি, দেখি মেয়র সাহেব সারা শহরের রাস্তাঘাট কেটে রেখেছেন। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে। আমি মেয়র সাহেবকে সবসময় বলি- এগুলো সরান। যে সড়কগুলোর কাজ হয়েছে সেগুলো পরিষ্কার করেন। একটা একটা করে কাজ করেন।

Manual6 Ad Code

এসময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারাও এ ব্যাপারে বেশি বেশি লেখালেখি করেন। তখন হয়তো কাজ হবে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ সমাবর্তন বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, ‘আমি সিলেটকে মনে করেছিলাম অনেক সুন্দর, পরিচ্ছন্ন একটা শহর। কিন্তু এখানে এসে আমার মন খারাপ হয়েছে। সিলেটে এসে দেখি রাস্তাঘাটগুলো অপরিচ্ছন্ন। যেখানে সেখানে পলিথিন, কলার ছোলা, কাগজ পড়ে আছে। বিদেশের রাস্তা-ঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়, অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগেও একবারও ভাবে না। তাদের পরিষ্কারের মানসিকতা হারিয়ে গেছে।’

Manual3 Ad Code

রাষ্ট্রপতি বলেন, সবাই মিলে আমাদের শহরগুলো পরিষ্কার রাখতে হবে। এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..