সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম, ধরা পড়লেন ছয় সদস্য

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম, ধরা পড়লেন ছয় সদস্য

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরের ফসল রক্ষায় ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ ও অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শমসাদ বেগমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

আটকরা হলেন ১৬নং পিআইসির সভাপতি মো. কদর আলী, ২১নং পিআইসির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক কেএম ফখরুল ইসলাম, ২২নং পিআইসির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ফজল উদ্দিন এবং সদস্য জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক আল মামুন, উপজেলা কমিটির সদস্য দিলীপ তালুকদার। পরে আটক পিআইসিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনে শর্তসাপেক্ষে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শমসাদ বেগম বলেন, তারা কাজ শুরু করলেও কাজে অনিয়ম করায় আটক করা হয়। বাঁধ নির্মাণে আর অনিয়ম হবে না বলে মুচলেকা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এটি আবার মনিটরিং করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..