গোয়াইনঘাটে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

গোয়াইনঘাটে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা উপজেলার দুটি পাথর কেয়ারী জাফলং ও বিছনাকান্দিতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব বলেন,নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চুরি-ডাকাতি প্রতিরোধ করতে হবে। আইন-শৃংখলা বাহিনীকে সহযোগীতার জন্য আমাদের সবাইকে আরোও এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। আইনশৃঙ্খলা কমিটির সভায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন, জীবনে চলার পথে প্রতিটি কাজকর্মের সাথে আইনশৃঙ্খলা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ওসি আব্দুল আহাদ বলেন, জনবান্ধব পুলিশ কার্যক্রমের জন্য পুলিশ আজ প্রশংসিত। তিনি প্রত্যেক আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানান, নন্দীরগাওঁ ইউনিয়নের একটি গ্রাম থেকে সম্প্রতি সময়ে কয়েকটি গরু চুরি হয়েছিল। পুলিশ গরু উদ্ধারের প্রস্তুতি নেয়ার সাথে সাথে চুরি হওয়া গরু মাঠে রেখে যায় চুরেরা। বিগত ডিসেম্বর মাসে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতনের কোন মামলা হয়নি। গোয়াইনঘাট থানার গেইট সংলগ্ন একটি রেন্টি গাছের অসুবিধার কথা উল্লেখ করে গাছটি কর্তনের অনুরোধ জানান। সভায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জনের উপর অতর্কিত হামলার বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন, শিক্ষক মনোরঞ্জন ও অপর পক্ষের হামলার ঘটনায় উভয় পক্ষে মামলা রুজু করা হয়েছে।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ইনচার্জ ইনস্পেকটর মো রতন শেখ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো ইকবাল মিয়া, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো আবু কাওছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো ইউসুফ কামাল, প্রমূখ।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..