শ্রীমঙ্গল চা বাগানে গাছের সঙ্গে বাঁধা স্কুলছাত্রের লাশ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

শ্রীমঙ্গল চা বাগানে গাছের সঙ্গে বাঁধা স্কুলছাত্রের লাশ

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানের ভেতর একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড পুলিশ ও নিহতের পরিবার সেব্যাপারে কিছু বলতে পারছেন না।

নিহত ইব্রাহিম মিয়া রকি (১৫) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে শ্রীমঙ্গলের জালালিয়া সড়কের দুলাল মিয়ার ছেলে। নিহতের বাবা পেশায়  মাংস ব্যবসায়ী। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর লাউয়াছড়া সড়কের ফিনলে কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের ভেতর থেকে তার   উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সোমবার রাতে জেমস ফিনলে টি কোম্পানির বধ্য ভূমি-৭১ এর পাশে ভুরভুরিয়া চা বাগানের ভেতরে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে কে বা কারা রকিকে হত্যা করে। আজ সকালে চা শ্রমিকরা চা বাগানের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের চিহ্নিত করা হলেই গ্রেফতারে অভিযান চালানো হবে। কী কারণে এই হত্যাকাণ্ড সেব্যাপারে নিহতের পরিবারও কিছু বলতে পারছে না। তবে আমাদের ধারণা, কোনও পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..