সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
স্টাফ রিপোর্টার :: ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান সিলেট জেলার মাসিক কল্যান সভায় ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: লুৎফর রহমান।
রবিবার ১২ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইনে মাসিক কল্যান সভা অনুষ্টিত হয়। গত ডিসেম্বর মাসে ওসমানীনগর থানার বুরুঙ্গা এলাকায় অজ্ঞাত নারীর মস্তকবিহীন লাশ পাওয়ায় এলাকায় রহস্য সৃষ্টি হয়। তাৎক্ষনিক পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় মামলা রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুৎফর রহমান।
এই আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন সহ বিভিন্ন প্রসংশনীয় কাজ করায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
উল্লেখ্য গত ডিসেম্বর মাসে ওসমানীনগর থানার বুরুঙ্গা এলাকায় অজ্ঞাত নারীর মস্তকবিহীন লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় রহস্য সৃষ্টি হয়। তাৎক্ষনিক পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় মামলা রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান। এছাড়া ডিসেম্বর মাসে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে সারা জেলার মুক্তিযাদ্ধাগনদের সম্বর্ধনা অনুষ্টান সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সুপার এই সম্মাননা প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd