গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামিসহ আটক ৪

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামিসহ আটক ৪

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: জাফলংয়ের তামাবিল ইমিগ্রেশন হয়ে জাল পাসপোর্ট দিয়ে ভারতে যাওয়ার পথে কাস্টমস পুলিশ একজনকে এবং নিয়মিত ওয়ারেন্ট থাকায় গোয়াইনঘাট থানা পুলিশ ৩জনকে আটক করেছে।

পুলিশ সুত্রে জানাযায়, নরসিংদী জেলার বেলাবো থানার উজিলাব গ্রামের মৃত আবদুল খালেক এর পুত্র নাসির উদ্দীন (৩৯) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সে কিছু দিন আগে জাল পাসপোর্ট দিয়ে তামাবিল হয়ে ভারত যাওয়ার পথে কর্তব্যরত কর্মকর্তা তাকে নিষেধ করেন যে, আপনার পাসপোর্ট জাল। সেখান থেকে ফিরে ঢাকায় গিয়ে পাসপোর্ট অফিসে দালাল মারফতে পুনরায় ঐ পাসপোর্টের একটি পাতা ছিড়ে অন্য একটি পাসপোর্টের পাতা লাগিয়ে ফের তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে গতকাল রোববার দুপুর ১২টায় তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশের হাতে সর্পোদ করে।

Manual7 Ad Code

অপর দিকে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত, এএসআই মশিউর রহমান, এসআই সমিরন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সদের নিয়ে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৩জনকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলো, উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের সিরাজুল ইসলাম এর পুত্র সাজুল ইসলাম সাজু (৩৫), ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের মঙ্গল মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩০), ১নং রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মৃত সুনা মিয়ার পুত্র ফিরোজ উদ্দিন (৩৮)।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তামাবিল ইমিগ্রেশন থেকে একজন এবং থানা পুলিশের অভিযানে ৩জনসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে। আজ জেল হাজতে প্রেরণ করা হবে। সেই সাথে যে কোন অপরাধ দমনে থানা পুলিশ স্বার্বক্ষনি তৎপর রয়েছে।

Manual7 Ad Code

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..