ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে অভিযানে ১২ লাখ টাকার মালামাল ধ্বংস

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে অভিযানে ১২ লাখ টাকার মালামাল ধ্বংস

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোলাগঞ্জ ১০ নম্বর সাইট ও রেলওয়ে এলাকায় এ অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য্য। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আরএনবি সদস্য অংশ নেন।

Manual7 Ad Code

অভিযানকালে ২৭টি শ্যালো মেশিন এবং ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

এসময় সরকারি কাজে বাধা প্রদান করায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি উপজেলার মোস্তফানগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, ‘পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ অপদখল ও বিনষ্টকারীদের কোনো ছাড় দেয়া হবে না।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..