সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর পূর্ব পীরমহল্লার লেচুবাগান এলাকা থেকে তিন যুবককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৫শ’ পিস ইয়াবা। তারা প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বেলা ২টার দিকে তাদেরকে ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত আব্দুল মন্নান খানের রেদোয়ান খান (২৮), গোলাপগঞ্জের রায়ঘরের আবুল হোসেন খানের ছেলে বাবর হোসেন খান (২৬) ও একই গ্রামের সাহাবুদ্দিন আহমদের ছেলে মোশারফ হোসেন (৩১)।
পুলিশ জানিয়েছে, পূর্ব পীরমহল্লা লেচুবাগান এলাকায় পাকা রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-০১৮৩) থামানো হয়। প্রাইভেটকারে ওই তিন যুবক ছিলেন। তাদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd