সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তিন বছর ধরে মধ্যনগর পোস্ট অফিসের দ্বিতীয় তলা দখল করে আছেন। শুধু তাই নয় তিনি সেখানে একটি এসি লাগিয়েছেন বহাল তবিয়তে। এছাড়াও চেয়ারম্যান তার পাশের কক্ষে মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে থাকার সুযোগ করে দিয়েছেন। আর তাদের থাকা বাবদ ভাড়া নিচ্ছেন মধ্যনগর পোস্ট অফিসের পোস্ট মাস্টার খন্দকার।
তিনি জানান, সাবেক পোস্ট মাস্টার তাদের কোয়ার্টার ভাড়া দিয়েছিলেন এবং তিনিই ভাড়া উত্তোলন করতেন। এখন আমি যৎসামান্য ভাড়া উত্তোলন করি। আমি তাদেরকে(চেয়ারম্যান ও অধ্যক্ষ)দ্রুত কোয়ার্টার খালি করে দেওয়ার জন্য বলেছি।ধর্মপাশা উপজেলা পোস্ট অফিসে কর্মরত মধ্যনগর পোস্ট অফিসের সাবেক পোস্ট মাস্টার গণেশ চন্দ্র সরকার বলেন,উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে চেয়ারম্যান ও অধ্যক্ষকে কোয়ার্টার ভাড়া দিয়েছিলাম। এবিষয়ে ময়মনসিংহ ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আবদুল মালেক বলেন,বিষয়টি তর্দন্ত করার জন্য লোক পাঠানো হবে। সত্যতা পেলে এব্যাপারে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার ২০১৬সালে হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার ছয় মাস পরে মধ্যনগর পোস্ট অফিসের পোস্ট মাস্টার গণেশ চন্দ্র সরকারের কাছ থেকে কক্ষগুলো ভাড়া নেন। এ সময় চেয়ারম্যান তার শশুর বাড়ির দিকের আত্মীয় ও মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারকেও আরেকটি কক্ষে থাকার সুযোগ করে দেন। মাস তিনেক আগে চেয়ারম্যান তার থাকার ঘরে একটি এসি লাগালে তা সবার নজরে আসে। মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন,ডাকঘরে থাকার সুযোগ নেই কিন্তু আমরা সুযোগ করে নিয়েছি।
মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, সিলেটের বাসা ছেড়ে দেওয়ায় পর এসিটি তিন মাস আগে এখানে আনা হয়েছে। এখানে নির্বাচিত হওয়ার পর থেকে এখানে বসবাস করিছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন,বহিরাগতদের কাছে এভাবে সরকারি কোয়ার্টার ভাড়া দেওয়া ও এসি লাগানোর কোনো সুযোগ নেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd