সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দীর্ঘ ৮ বছর পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এলো বিমানের সরাসরি ফ্লাইট। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের নতুন ড্রিমলাইনার ‘সোনারতর’ বোয়িং-৭৮৭ বিমান ওসমানীতে অবতরণ করেন।
২৯৮ যাত্রী ধারণক্ষমতার বিমানটি ২৯৭ জন যাত্রী নিয়ে সিলেট আসে। এর মধ্যে ২৮৫ জনই সিলেটে নামেন, বাকিরা ঢাকার যাত্রী ছিলেন। বিমানবন্দরে আগত যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বিমান বাংলাদেশ ও আটাব সিলেট অঞ্চল নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-
বিমানের সিলেট অফিসের ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, ‘প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইটটি চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ম্যানচেস্টার থেকে সপ্তাহে তিনদিন (সোম, বুধ, শুক্রবার) সিলেট হয়ে বিমানটি ঢাকায় যাবে।’
এর আগে রোববার ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০০৭ চালু হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে এই ফ্লাইট উদ্বোধন করেন।
বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশী বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্খা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালুর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd