শফিক চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবির ও যুবলীগ নেতা আসাদসহ ৫ জন কারাগারে

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

শফিক চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবির ও যুবলীগ নেতা আসাদসহ ৫ জন কারাগারে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: জালিয়াতির মাধ্যমে আমমোক্তারনামা তৈরির অভিযোগে দায়েরকৃত মামলায় মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ পাঁচজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

Manual4 Ad Code

সোমবার (৬ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া পাঁচজনের তিনজন হচ্ছেন, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবীর ও জামাল উদ্দিন।

Manual4 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, সিলেট শহরতলীর খাদিমনগরে ভুয়া আমমোক্তারনামা তৈরি করে জায়গা দখলের চেষ্টার অভিযোগে গত বছরের জুলাইয়ে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করেন খাদিমনগরের আটগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে গৌছ উদ্দিন রিপন।

Manual7 Ad Code

ওই মামলায় সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির ও জামাল আহমদসহ পাঁচজন। এসময় বিচারক মিজানুর রহমান ভুঁইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..