গোয়াইনঘাটে বালু খেকোদের হামলায় স্কুল ছাত্রসহ আহত ৬, মামলা দায়ের

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

গোয়াইনঘাটে বালু খেকোদের হামলায় স্কুল ছাত্রসহ আহত ৬, মামলা দায়ের

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামের অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্কুল পড়–য়া ছাত্রসহ ৬জনকে মেরে রক্তাত্ব জখম করেছে বালু খেকোরা। এ ঘটনায় গত বুধবার (১ জানুয়ারি) লংপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে আসাদুর রহমান বাদি হয়ে ১১জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। গত শনিবার থানায় মামলাটি রেকর্ডভূক্ত হয়। যার মামলা (নং-০৮ তারিখ ০৪.০১.২০২০ইং)।

Manual2 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জানুয়ারি) উপজেলার লংপুর গ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলনের বাধার জের ধরে ওই বালু খেকোরা স্কুল পড়–য়া এসএসসি পরিক্ষার্থী আজাদুর রহমান জাহেদকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। জাহেদের মা ছেলেকে বাচাতে এগিয়ে গেলে তাহার উপরও হামলা করে। তাদের রক্ষা করতে বাড়ির অন্যান্য মহিলারা এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফের হামলা চেষ্টা চালায় তারা। ওই বালু খেকোদের ভয়ে তারা ছাড়পত্র নিয়ে সিওমেকে ভর্তি হন।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লংপুর গ্রামে মামলার বাদির চাচা মাওলানা মুজিবুর রহমানের বসত ঘরের দক্ষিণ পাশ থেকে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করতে থাকেন। তাদের বাধা দিলে ওই বালু খেকোরা ক্ষীপ্ত হয়ে সালিশের নামে লংপুর হাফিজিয়া মাদ্রাসায় মাওলানা মুজিবুর রহমানসহ তাহার স্বজনদের আটক করে রাখেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার হন প্রতিবাদিরা।

Manual8 Ad Code

এরপর এই অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য গত ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন মাওলানা মুজিবুর রহমান। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে জরুরি ভাবে বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। থানা পুলিশের কঠোর ভূমিকায় বালু উত্তোলন বন্ধ হয়ায় অভিযোগকারীদের পরিবাবের উপর শুরু হয় নানাবিধ নির্যাতন। বালু খেকোরা মাওলানা মুজিবুর রহমানের স্বজনদের মসজিদে নামাজ ও মক্তবে-স্কুলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বাধা প্রদান করতে থাকেন।

Manual2 Ad Code

এমনকি মাওলানা মুজিবুর রহমানের ছেলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি করে ধর্মীয় ও পারিবারিক অপপ্রচার চালানোর অভিযোগে মাওলানা মুজিবুর রহমানের ছেলে ছালিম আহমদ বাদি হয়ে গত ৩০ ডিসেম্বর গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার (নং-১৬৪৮/১৯)।

সর্বশেষ এসকল জের মেটাতে বালু খেকো হেলালের নেতৃত্বে গত বুধবার স্কুল পড়–য়া ছাত্রের উপর হামলা চালাতে সক্ষম হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কোন আসামি এখনো গ্রেফতার হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..