সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : স্বল্প পুঁজি নিয়েও হাড্ডা হাড্ডি লড়াই করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। সিলেট থান্ডার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৪০ রান করা কুমিল্লাকে জয়ের সুবর্ণ সুযোগ করে দেন দলটির আফগান স্পিনার মুজিব-উর-রহমান।
শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১৫ রান। আল-আমিনের করা ইনিংসের শেষ ওভারে ১৪ রান তুলে নিয়ে ম্যাচ ড্র করেন মনির হোসেন ও নবিন-উল-হক। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুজিব-উর-রহমানের স্পিনের সামনে ৭ রানের বেশি করতে পারেনি সিলেট থান্ডার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে ডেভিড ওয়াইজ।
বিপিএল চলতি সপ্তম আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করেন কুমিল্লার এ শ্রীলংকান ওপেনার। ৩১ বলে ৯টি চারের সাহায্যে ৪৫ রান করেন তিনি। এছাড়া ১৪ বলে ১৯ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। সিলেটের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন এবাদত হোসেন ও রাদাফোর্ড।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd