সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:02 AM, November 30, 2019
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা ভার্থখলা এলাকার বাসিন্দা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল আফিয়ার কোণা গ্রামের মৃত জুবেদ আলীর পূত্র দুই সন্তানের জনক হিজড়া পরিচয়দানকারী রানা ভূইয়ার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর মাছুদিঘিরপাড় এলাকার জামাল মিয়ার কলোনির বাসিন্দা মন্তাজ আলীর ছেলে শেফু মিয়া সাধারণ ডায়েরি করেন।যার (জিডি নং-২৪৮২)।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক নেত্রকোনার রানা ভূইয়া সিলেট নগরীতে হিজড়া পরিচয় দিয়ে সে বেপরোয়া। রয়েছে পুলিশের সাথে তার রহম দহম। যার ফলে কারো সাথে নিরুহ মানুষকে মারধর করে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর জিতু মিয়া পয়েন্টে চটপটি বিক্রেতা শেফু মিয়ার উপর হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হন শেফু মিয়া।
জানা গেছে, রানা ভূইয়া বিভিন্ন প্রতিষ্টান থেকে উপহার হিসাবে হিজড়াদের দেওয়া ভ্যান গাড়ি সে একাই ভোগ করে যাচ্ছে। এই গাড়ি গুলো দিয়ে কোন হিজড়া ব্যবসা করছে না। রানা হিজড়াদের নিকট থেকে গাড়ি গুলো নিয়ে শেফু মিয়ার মতো অনেকের কাছে ৬শ টাকা করে ভাড়া দিয়ে টাকা আদায় করছে। শেফূ মিয়া তার গাড়ি ভাড়া না নেওয়ায় তাকে দলবল নিয়ে মারধর করে রানা।
ভ্যানগাড়ি গুলো মূলত দেওয়া হয় হিজড়াদের ভালো মানুষ হওয়ার জন্য। তারা ব্যবসা করে নিজেদের প্রতিষ্টিত করতে পারে। কিন্তু কোন হিজড়া গাড়ি ব্যবসা করছে না। বরং গাড়ি উপহার দাতাকে ধোকা দিয়ে গাড়ি দিয়ে ব্যবসার বদলে আরও বড় বড় অপরাধের সাথে জড়াচ্ছে। রানা ভূইয়ার কাছে আল হারামাইনের ছয়টি গাড়ি রয়েছে। এই গাড়ি থেকে দৈনিক ৬শ টাকা করে আদায় করে।
………………………..
Design and developed by best-bd